তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার বাতুয়াডাঙ্গা এলাকা থেকে দুটি ওয়ান শ্যুটারগান ও তিন রাউন্ড গুলিসহ অনিমেষ মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোররাতে খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক অনিমেষ মন্ডল (৩২) ওই গ্রামের মৃত ললিত মন্ডলের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুইটি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করেছে।