আশরাফুল ইসলাম, ডুমুরিয়া (খুলনা): ’৭১ সালের ১৩ ডিসেম্বর হানাদার পাকিস্তানিরা উপজেলা এলাকা থেকে পালিয়ে যাওয়ায় ডুমুরিয়া মুক্তাঞ্চলে পরিণত হয়। সেই উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে র্যালি ডুমুরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগমের সভাপতিত্বে এবং তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাস মানিক, মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, রবীন্দ্রনাথ বৈরাগী, সুধাংশু শেখর হালদার, গাজী নাজিম উদ্দিন, শেখ রফিকুল ইসলাম, ফারুক আহমেদ, নিখিল চন্দ্র মন্ডল।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/