ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রী অপহরণ মামলার দু’আসামিকে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার ভান্ডারপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাহস চাড়াবান্দা এলাকার মেয়ে সাহস-নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী (১৫) কে ভান্ডারপাড়া এলাকার নুর ইসলাম শেখের ছেলে রবিউল ইসলাম (২২) উত্যক্ত করে আসছিলো। তারই জের ধরে ঘটনার দিন গত ১৫ নভেম্বর সকালে ওই ছাত্রী মামা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে উলা ফটিক সরদারের মোড় নামক স্থানে পৌঁছালে রবিউল ইসলাম তার সহযোগী একই এলাকার আঃ করিম গাজীর ছেলে হাবিবুর রহমান গাজী (২৪) ও মানিক ব্যাপারীর ছেলে রহমান ব্যাপারী (৪৫) কে সাথে নিয়ে মাহেন্দ্রযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা রবিউলকে প্রধান করে ঘটনার ১১ দিন পর খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মিস-২৯৩/১৮ একটি মামলা করেন। শুনানী শেষে বিজ্ঞ আদালত ডুমুরিয়া থানাকে মামলাটি এজাহার ভুক্ত করার নির্দেশ দেয়। থানা পুলিশ গত রাতে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি হাবিবুর গাজী ও রহমান ব্যাপারীকে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই এমদাদ হোসেন জানান, দু’আসামিকে গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ডুমুরিয়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলার দু’আসামি আটক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/