Site icon suprovatsatkhira.com

ডা. রুহুল হকের স্থাবর সম্পদ বেড়েছে ৬৭ লাখ টাকার

আবু রাইয়ান: সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আ ফ ম রুহুল হকের নামে ৭ কোটি ৮৯ লক্ষ ১২ হাজার ৯৭৭ টাকার অস্থাবর ও ৫ একর জমিসহ এক কোটি ৭৩ লক্ষ ৪০ হাজার ৭৬২ টাকার স্থাবর সম্পর রয়েছে। গত ৫ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় তার ৭ কোটি ৭৯ লক্ষ ৮২ হাজার ৩৮৫ টাকার অস্থাবর ও এক কোটি ৫ লক্ষ ৭০ হাজার ৭৬২ টাকার স্থাবর সম্পদ ছিল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
এমবিবিএস, এফআরসিএস উত্তীর্ণ ডা. আ ফ ম রুহুল হক পেশায় চিকিৎসক। তার বাৎসরিক আয় এক কোটি ১৫ লক্ষ ৯৯ হাজার ৪৩১ টাকা।
হলফনামা থেকে জানা যায়, তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ এক লক্ষ ৫৫ হাজার টাকা, ব্যাংকে জমা এক কোটি ৪৪ লক্ষ ৪ হাজার ৪০৬ টাকা, এক কোটি ৫১ লক্ষ ৫২ হাজার ১৮৫ টাকার বন্ড ও ঋণপত্র, ৩ কোটি ৯২ লক্ষ ৫৬ হাজার ৩৮৬ টাকার পোস্টাল সেভিংস, ৯৯ লক্ষ ৫৫ টাকার মোটরগাড়ি, ৮০ হাজার টাকার স্বর্ণ, ৬০ হাজার টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ও দেড় লাখ টাকার আসবাবপত্র রয়েছে। এছাড়া তিনি ব্যাংকে ৯৬ লক্ষ ২৪ হাজার ৪৭২ টাকা ঋণ আছেন।
তার স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৬৩ হাজার ৯৫০ টাকার ও স্থাবর সম্পত্তি রয়েছে ৩২ লক্ষ ১০ হাজার ৮শ ১০টাকার।
পাঁচ বছর আগে স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি ছিল আট কোটি ৩৯ লক্ষ ২০ হাজার ৯৯৯ টাকা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version