Site icon suprovatsatkhira.com

টেকসই বেঁড়িবাধ নির্মাণ ও বিশুদ্ধ পানি সরবরাহের নিশ্চয়তা চাই: উত্তম কুমার মন্ডল, কৃষক

এসএম সাহেব আলী: দুর্যোগপ্রবণ এলাকা সাতক্ষীরা-৪ আসন। এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য টেকসই বেঁড়িবাধ নির্মাণের অঙ্গীকার চাই। একই সাথে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য উত্তম ব্যবস্থা দেখতে চাই।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় এমপি প্রার্থীদের কাছে কেমন ইশতেহার চান জানতে চাইলে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা কৃষক উত্তম কুমার মন্ডল এসব কথা বলেন।
উত্তম কুমার মন্ডল আরও বলেন, টেকসই বেঁড়িবাধ নির্মাণ না করা হলে এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তা থাকে না। নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারে তাই বেঁড়িবাধ নির্মাণের অঙ্গীকার আর বাস্তবায়ন চাই। এছাড়া দ্বীপবেষ্টিত যেসব ইউনিয়নগুলোর সাথে উপজেলার কানেকটিং ব্রীজ বা পাকা সড়ক নেই সেগুলো নির্মাণ করতে হবে।
তিনি আরও বলেন, ইশতেহারে অবশ্যই এই অঞ্চলের মৎস্য ঘের ব্যবসায়ী ও কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে সবাই ভালোভাবে ধান ক্ষেত ও মৎস্য ঘের পরিচালনা করে লাভজনক অবস্থানে যেতে পারে। তবে গরীব কৃষকদের সুদমুক্ত ও সহজশর্তে ঋণের ব্যবস্থা করার অঙ্গীকারও থাকতে হবে ইশতেহারে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version