ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় পাথর ঘাটা ২নং ওয়ার্ডের প্রি ক্যাডেট স্কুলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সমন্বয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পাথরঘাটা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল গাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পদক অমেরন্দ ঘোস, জেলা যুবলীগের সহ-সভাপতি সোহারফ হোসেন সাজু, ইউনিয়ান আওয়ামী লীগের যগ্ম সম্পদক প্রভাষক আশফাকুর রহমান বাবলু, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, কামরুজ্জামান পলাশ প্রমুখ।