Site icon suprovatsatkhira.com

জয়নগর বাজার জামে মসজিদের ওযুখানা নির্মাণ কাজ উদ্বোধন

মঈনুল আমিন মিঠু, ধানদিয়া (তালা): আর্তমানবতার সেবায় নিয়োজিত সাতক্ষীরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় শনিবার (১ডিসেম্বর) সকাল ১০টায় কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর বাজার মসজিদের ওযুখানা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা তন্ময় হাজরা এসময় প্রধান অতিথি ছিলেন। উদ্বোধন করেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক রফিকুল ইসলাম, সাতক্ষীরা ব্লাড ব্যাংকের মঈনুল আমিন মিঠু (সাংবাদিক), দেবাশীষ বাবু, অপু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মসজিদের পরিচালক গোলাম হোসেন, ক্যাশিয়ার আব্দুল বারিক সরদার, শামীম হোসেন প্রমুখ। সাতক্ষীরা ব্লাড ব্যাংকের এক উপদেষ্টা (নাম প্রকাশে অনিচ্ছুক) এর অর্থায়ন করছেন।
উল্লেখ্য, সাতক্ষীরা ব্লাড ব্যাংক সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত বিনামূল্যে রক্ত সরবরাহ করে থাকে। পাশাপাশি সমাজের অসহায়, অসুস্থ ও দুস্থ মানুষের বিভিন্ন সহযোগিতা, শীতবস্ত্র বিতরণসহ সমাজের নানা উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version