Site icon suprovatsatkhira.com

জাতীয় সংসদ নির্বাচন: যশোরে ভোটার ২০ লাখ ৯২ হাজার ৪শ’ ৫৬

যশোর অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার ২০ লাখ ৯২ হাজার ৪শ’ ৫৬ জন। ৭শ’ ৯৯টি ভোট কেন্দ্রের ৪ হাজার ১শ’ ১৯টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৬ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন। যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
গতবারের তুলনায় এবার ভোটার বেড়েছে ২ লাখ ২৩ হাজার ৪শ’ ৭ জন এবং ভোট কেন্দ্র বেড়েছে ১শ’ ১০টি। মোট ভোটারের মধ্যে ১০ লাখ ৪৯ হাজার ১শ’ ৪৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৩ হাজার ৩শ’ ১২ জন মহিলা। দশম সংসদ নির্বাচনে এ জেলায় ভোট কেন্দ্র ছিল ৭শ’ ৯৯টি এবং ভোটার ছিল ১৮ লাখ ৬৯ হাজার ৪৯ জন।
সংসদীয় আসন-৮৫ যশোর-১ (শার্শা)ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ৬শ’। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫শ’ ৪০ ও মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৬০ জন। পুরুষের তুলনায় মহিলা ভোটার ৫শ’ ২০ জন বেশি। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র একশ’ ২টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫শ’ ২৮টি।
সংসদীয় আসন-৮৬ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৮শ’ ৭১ জন। এ আসনে পুরুষ ভোটার দুই লাখ ২হাজার ১১ ও মহিলা ভোটার দুই লাখ তিন হাজার ৮শ’ ৬০ জন। পুরুষের তুলনায় মহিলা ভোটার ১ হাজার ৮শ’ ৪৯ জন বেশি। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র একশ’ ৭৫টি এবং ভোট কক্ষের সংখ্যা ৭শ’ ৮৮টি।
সংসদীয় আসন-৮৭ যশোর-৩ (সদর) যশোর সদরে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ৩শ’ ৪০। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ৫শ ৫৬ ও মহিলা পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৭শ’ ৮৪ জন। এ আসনে মহিলার তুলনায় পুরুষ ভোটার ৭ হাজার ৭শ’ ৭২ জন বেশি এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১শ’ ৭২টি এবং ভোট কক্ষের সংখ্যা এক হাজার আটটি।
সংসদীয় আসন-৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া)ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৯শ’ ৯১। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ২শ’ ৮৩ ও মহিলা ভোটার ১ লাখ ৯৩ হাজার ৭শ’ ৮ জন। এ আসনে পুরুষের তুলনায় মহিলা ভোটার ৪শ’ ২৫ জন বেশি এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র একশ’ ৪৫টি এবং ভোট কক্ষের সংখ্যা সাতশ’ ৭২টি।
সংসদীয় আসন-৮৯ যশোর-৫ (মণিরামপুর)ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৮৪ জন। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৩৩ ও মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৪শ’ ৫১ জন। এ আসনে মহিলার তুলনায় পুরুষ ভোটার ১শ’ ৮২ জন বেশি এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র একশ’ ২৬টি এবং ভোট কক্ষের সংখ্যা ছয়শ’ ৪৯টি।
সংসদীয় আসন-৯০ যশোর-৬ (কেশবপুর) ঃ এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৫শ’ ৭০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ১শ’ ২৪ ও মহিলা ভোটার ৯৬ হাজার চারশ’ ৪৬ জন। এ আসনে মহিলার তুলনায় পুরুষ ভোটার ৬শ’ ৭৮ জন বেশি এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ৭৯টি এবং ভোট কক্ষের সংখ্যা তিনশ’৭৪টি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version