যশোর অফিস: পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত সমাবেশে যশোর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব। তার আমলেই সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণের মাধ্যমে দেশে শ্রম আইন করা হয়েছে। বেদনাদায়ক কোনও ঘটনার শিকার হলে সেই শ্রমিক বা তার পরিবারের পাশে দাঁড়ানো- জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব। শ্রমিকদের অধিকার বিষয়ে তিনি অধিক সচেতন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় যশোর কারবালা রোড এলাকায় ওয়াপদা অফিস চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতি আর সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন চাইলে জননেত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, যশোরে আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ; কোনও বিভেদ নেই। দলের জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার একসাথে মিলে যশোরের ৬টি আসনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে নিরলস কাজ করে চলেছেন।
তাদের এই পরিশ্রম বিফলে যাবে না মন্তব্য করে তিনি বলেন, এখন আর কোনও শক্তি নেই যশোর সদরসহ ছয়টি আসনে নৌকার বিজয় রোধ করার মতো। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, খুন, জঙ্গিবাদের পক্ষে কেউই নেই। দেশবাসী চায় না দেশকে পেছনের দিকে নিয়ে যেতে।
তিনি ৩০ ডিসেম্বর সকাল থেকে প্রত্যেককে তাদের নিজ নিজ কেন্দ্রে নৌকার পক্ষে ভোটারদের উপস্থিত এবং ভোটদানে সহায়তা করার আহ্বান জানান।
পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ সভাপতি আবু কালামের সভাপতিত্বে সমাবশে অন্যদের মধ্যে যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল আলম মন্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক মহসীন আলী প্রমুখ বক্তৃতা করেন।
নির্বাচনী গণসংযোগ : সমাবেশ শেষে দুপুরে যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাজী নাবিল আহমেদ গণসংযোগ করেছেন। শহরের খালধার রোড থেকে শুরু করে কাঠেরপুল হয়ে এইচএমএম রোড, বাজারের ভেতর, দড়াটানা হয়ে গাড়িখানা দিয়ে হাটখোলা রোড হয়ে চৌরাস্তা, সোনাপট্টি হয়ে হাজী আব্দুল করিম রোডে গণসংযোগ করেন।
তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা, পথিক, রিকশাচালক, দোকানি, দোকান কর্মচারী, ছোট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
গণসংযোগকালে তার সঙ্গে যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ, যুবলীগ নেতা আজহার হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফুল কবীর বিজু, আনোয়ার হোসেন মুশতাক, ওয়াহিদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জননেত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব: যশোরে কাজী নাবিল আহমেদ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/