Site icon suprovatsatkhira.com

জগলুলের স্থাবর সম্পদ বেড়েছে ৮গুণ, অস্থাবর ৩ গুণ

রফিকুল ইসলাম: সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জগলুল হায়দারের নামে দুটি মোটরগাড়িসহ (একটি করমুক্ত) ৪৬ লাখ ২০ হাজার টাকার অস্থাবর সম্পদ ও এক কোটি ৮০ লক্ষ ৭৯ হাজার ৬০০ টাকার স্থাবর সম্পদ রয়েছে। ৫ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় তার একটি মোটরসাইকেলসহ ১৬ লক্ষ ৫০ হাজার অস্থাবর ও ২১ লক্ষ টাকার স্থাবর সম্পদ ছিল। এই হিসাবে তার অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় তিনগুণ। আর স্থাবর সম্পদ বেড়েছে সাড়ে ৮গুণ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
বিএ পাশ এসএম জগলুল হায়দার পেশায় ঘের ব্যবসায়ী ও ঠিকাদার।
হলফনামা থেকে জানা যায়, তার বাৎসরিক আয় ৩০ লক্ষ ৩২ হাজার ৭৯৫ টাকা। যা ৫ বছর আগে ছিল ৫ লক্ষ টাকা।
তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা ৩৭ লক্ষ, ২টি মোটর গাটি (একটি করমুক্ত), দেড় লক্ষ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী, তিন লক্ষ টাকার আসবাবপত্র, ৪ লক্ষ টাকার পিস্তল ও শর্টগান রয়েছে।
তার স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণসহ নগদ ২০ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version