Site icon suprovatsatkhira.com

গোলাম রেজার নামে দুই মামলা বিচারাধীন, ৪ কোটি ৯১ লক্ষ টাকার সম্পদ

গাজী আসাদ: সাতক্ষীরা-৪ আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজার নামে ফৌজদারী আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মোট সাতটি মামলার মধ্যে তিনটি খারিজ ও দুটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তার ৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ৮৩৩ টাকার অস্থাবর সম্পদ এবং ২৮ লাখ ৪০ হাজার টাকা স্থাবর সম্পদ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
এলএলবি’তে অনার্স করা এইচএম গোলাম রেজা পদাগঞ্জ কোল্ডস্টোর ও ই এম কর্পোরেমনের ম্যানেজিং ডিরেক্টর ও প্রোপাইটর।
হলফ নামা থেকে জানা যায়, তার বাৎসরিক আয় ২ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৯ টাকা।
তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৪২ লাখ ৭ হাজার ৫৭৭ টাকা, ব্যাংকে জমা ২ কোটি ৮ লাখ ৬ হাজার ৬২৮ টাকা, ৫ লাখ টাকার শেয়ার, ২ কোটি ৮ লাখ ৬ হাজার ৬২৮ টাকা পোস্টাল সেভিংস রয়েছে।
স্থাবর সম্পদের মধ্যে ১৬ লাখ ৫ হাজার টাকার অকৃষি জমি ও অর্জনকালীন সম্পদ, ১১ লাখ টাকার দালান-আবাসিক ও বাণিজ্যিক সম্পদ ও এক লাখ ৩৫ হাজার টাকার অস্ত্র ও অন্যান্য সম্পদ রয়েছে।
তার স্ত্রীর অস্থাবর সম্পদের মধ্যে নগদ এক লাখ টাকা, মটরযান ৫ লাখ টাকার, ৩০ ভরি স্বর্ণ, ২ লাখ টাকার ইলেক্টনিকস সামগ্রী, ২ লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য ব্যবসায় ৩ লাখ টাকা রয়েছে। স্থাবর সম্পদ রয়েছে ৭ লাখ ৬০ হাজার টাকা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version