Site icon suprovatsatkhira.com

খুলনা বেতারের শিল্পী বিএম নজরুল ইসলাম আর নেই

ডেস্ক রিপোর্ট: খুলনা বেতারের নিয়মিত ইসলামী সংগীত শিল্পী ও নলতা রওজা শরীফের হামদ ও নাত পরিবেশনকারী বিএম নজরুল ইসলাম (৬২) আর নেই (ইন্না ইল্লাহে…..রাজেউন)। তিনি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের মৃত লাল চাদ মোড়লের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর ৪টায় তার মৃত্যু হয়। সকাল ১০টায় নলতা পাক রওজা শরীফে তার প্রথম জানাজা, পরে গ্রামের বাড়ি বহেরা পুরাতন বাজার জামে মসজিদে বাদ যোহর দ্বিতীয় জানাজা এবং পাক রওজা শরীফে বাদ আছর তৃতীয় জানাজা নামাজ শেষে রওজা শরীফের কবর স্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ৩৮ বছর খুলনা বেতারে নিয়মিত ইসলামী (এ-গ্রেড) সংগীত ও ৪৫ বছর নলতা রওজা শরীফে হামত-নাত পরিচালনা করেন আসছিলেন।
বিএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কুলিয়া ইউনিয়ন শিল্পী ঐক্য জোটের সভাপতি বিকাশ সরকার, সহ-সভাপতি শহীদ সাহাজীসহ কুলিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version