Site icon suprovatsatkhira.com

খুলনায় এনইউবিটিতে বিজনেস ফেস্ট উদযাপন

SAMSUNG CAMERA PICTURES

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা’র ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিভাগের দুই বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটেডিয়ামে জমকালো এক অনুষ্ঠনের মাধ্যমে বিজনেস ফেস্ট ২০১৮ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চ শিক্ষা বিস্তারে এবং জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অর্থনৈতিক উন্নয়নে এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ব্যবসায় প্রশাসন বিভাগের গুরুত্ব অনেক।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মাদ সাবিরুল আলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও এনইউবিটি খুলনার এডভাইজার মাহমুদুল হাসান এবং শরীফ মোহম্মাদ খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুল মতিন।
স্বগত বক্তব্যে বিভাগীয় প্রধান এসএম মনিরুল ইসলাম গত দুই বছরে ব্যবসায় প্রশাসন বিভাগের অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন বিভাগরে বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version