কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, পুলিশ মিথ্যা নাশকতা মামলায় প্রতিদিন তার দলের কর্মী ও সমর্থকদের গ্রেফতার করছে। ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে না আসার হুমকি দিচ্ছে। গোটা সংসদীয় আসনে কোন পোস্টার লাগাতে দিচ্ছে না। এলাকায় নির্বাচন করার কোন পরিবেশ নেই। শনিবারও তার দলের এক পৌর কাউন্সিলর ও ইউপি মেম্বরসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন যুবদল নেতা ও পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, ইউপি মেম্বর সুকানুর রহমান, রেজাউল ইসলাম, আব্দুস সাত্তার, আবু জাফর, আব্দুল মমিন ও সুলতান শেখ।
এ ঘটনা উল্লেখ করে তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন আজাদ আরও বলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে বুথ দখলের পরিকল্পনা করা হচ্ছে। দলের নেতাকর্মীরা বাড়ি থাকতে পারছেন না।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, পাঁজিয়া ইউনিয়নে প্রতিদিন রাতে ক্ষমতাসীন দলেরর ক্যাডাররা বিএনপির নেতা কর্মীদের খুঁজে ফিরছে। তারা যুবদলের বুলবুল গাজীকে মারপিটের উদ্দেশ্যে আক্রমণ করে। আব্দুস সামাদ, রায়হান ও ইউনুসকে মারপিট করেছে। এছাড়া ইবাদ হোসেন নামে এক কর্মীর বাড়ি গিয়ে হুমকি দেয়া হয়েছে। এছাড়া অনেকেই পাঁজিয়া বাজারে আসতে পারছেন না হামলার ভয়ে। পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পোস্টার টাঙানোর কারণে সাবদিয়া এলাকার আব্দুস সালামকে বাড়িতে গিয়ে মারপিট করা হয়েছে।
উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন গ্রামে গিয়ে ধানের শীষের ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে। তার হুমকিতে অনেক নেতাকর্মী গ্রামছাড়া হয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে গতকাল পর্যন্ত বিনা কারণে ২৭ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিকার চেয়ে সহকারী রিটার্নিং অফিসার ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং অফিসার বরাবর ধানের শীষের প্রতীকের নেতা কর্মীদের উপর হামলা, জুলুম, নির্যাতন ও পুলিশ কর্তৃক গণগ্রেফতার বন্ধে লিখিত আবেদন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কমিশনার মশিয়ার রহমান, অধ্যক্ষ জুলফিকার আলি প্রমুখ।
কেশবপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/