কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের বিদ্যানন্দকাটি গ্রামের ঐতিহ্যবাহী খান জাহান আলী দীঘির সামনে অপরিকল্পিতভাবে কালর্ভাট নির্মাণের অভিযোগ তুলে কালর্ভাটটি যথাস্থানে স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র দাখিল করেছে এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খান জাহান আলী দীঘির সামনের কালর্ভাট দিয়ে বিদ্যনন্দকাটি গ্রামের নিম্নাঞ্চলের পানি নিষ্কাশিত হয়ে আসছিল। সম্প্রতি ওই স্থানে সরকারিভাবে একটি কার্লভাট নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় কালর্ভাট নির্মাণ কমিটির সকল সিদ্ধান্ত উপেক্ষা করে ঠিকাদার রেজাউল ইসলামের নিয়োজিত সাবঠিকাদার আব্দুল মান্নান যোগসাজশে কালর্ভাটটি যথাস্থানে স্থাপন না করে ৭ ফুট উত্তর দিকে সরিয়ে অপেক্ষকৃত উঁচু জমির মালিক রজব আলীর জমিতে নির্মাণ শুরু করে।
স্থানীয় কোরমাত আলী জানান, যথাস্থানে কালর্ভাটটি স্থাপন না করার ফলে অপেক্ষাকৃত নীচু জমিতে বর্ষার অতিরিক্ত পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এর ফলে এলাকার জনসাধারণের মৎস্য ঘের ও পুকুর ডুবে গিয়ে জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হবার আশংকা রয়েছে। এ কারণে কালর্ভাটটি যথাস্থানে স্থাপনের দাবি জানিয়ে গত ১৭ ডিসেম্বর এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র দাখিল করেছেন।
এ ব্যাপারে ইউএনও অফিস সূত্রে জানা গেছে, অভিযোগপত্রটি উপজেলা প্রকৌশলীর কাছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য অগ্রগামী করা হয়েছে।
কেশবপুরে অপরিকল্পিতভাবে কালর্ভাট নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শংকা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/