Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে রাস্তায় পাওয়ার টিলার চলাচল বন্ধের দাবি

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ইটের সলিং রাস্তা নষ্টের হাত থেকে রক্ষার জন্য লোহার চাকা বিশিষ্ট পাওয়ার টিলার রাস্তায় চলাচল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সোনাতলা গ্রামের ৬৭ জন ব্যক্তির স্বাক্ষরিত অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের কাছে তুলে দিয়েছেন ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক সরদার।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোনাতলা গ্রামের প্রায় সবই ইটের সলিং রাস্তা। রাস্তার দু’পাশ কর্মসূচির লোক দিয়ে ড্রেসিং করানো। কিন্তু এসব রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত সোনাতলা গ্রামের মৃত আয়ূব আলী গাজীর ছেলে হারুণ অর রশিদ, খবির গাজীর ছেলে শামছুর গাজী, ফজলু মোড়লের ছেলে হাবিবুল্লাহ মোড়ল ও নুর মোহাম্মদ ঢালীর ছেলে মিজানুর রহমান ঢালীর লোহার চাকা বিশিষ্ট পাওয়ার টিলার চলাচল করার ওই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া দু’পাশের মাটি ধ্বসে রাস্তা মারাত্মকভ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version