Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও নবযাত্রা প্রকল্পের ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম’র সহযোগিতায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম, নবযাত্রা প্রকল্প কালিগঞ্জ উপজেলার ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আশীষ কুমার হালদার, সমন্বয়কারী হাবিবুর রহমান, জেন্ডার অফিসার লায়লা আঞ্জুমান আরা-খানম, উপজেলা যুব উন্নয়ন অফিসের সুপার ভাইজার জয়দেব দত্ত প্রমুখ।
পরে ৫টি ক্যাটাগরিতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তারালী ইউনিয়নের কনিকা সরকার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চাম্পাফুল ইউনিয়নের বনানী সমদ্দার, সফল জননী দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ছন্দা বিশ্বাস, নির্যাতনের বিভীষিকার মূল তুলে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ছফিরুন খাতুন ও সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় রোকেয়া খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version