Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিজয় দিবস ক্রিকেটে আবির এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ৮ দলীয় বিজয় দিবস সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শনিবার (৮ ডিসেম্বর) ডিএমসি ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ডিএমসি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কালিগঞ্জের আবির এন্টারপ্রাইজ।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সাঈদ হোসেন এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন ডিএমসি ক্লাবের ফরিদ হোসেন টিপু। প্রচুর দর্শকের উপস্থিততে খেলা পরিচালনা করেন মাকছেদুর রহমান ও হাফিজুর রহমান। ধারভাষ্যকার ছিলেন মাসুম হাসান। সহযোগিতায় ছিলেন শাহিনুর রহমান, রনি হাসান, হাবিবুল্লাহ ও সালহউদ্দিন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল হাকিম।
এসময় ডিএমসি ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাতক্ষীরা আল বারাকা ব্রান্ড সিটির মালিক ফেরদৌস হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version