Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পলিত হয়েছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’’।
রোববার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা মোড় চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের প্রোগ্রাম অফিসার রিয়াজুল ইসলাম, নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ উপজেলার ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আশীষ কুমার হালদার, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, বিষ্ণুপুর ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনজুর লুৎফর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন সভাপতি ইয়াছিন আলী, কুশুলিয়া ইউনিয়ন সভাপতি জিএম আবু আব্দুল্ল্যাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আহম্মাদ আলী গাজী, তারালী ইউনিয়ন সাধরণ সম্পাদক প্রধান শিক্ষক মোসলেম আলী, ধলবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, চাম্পাফুল ইউনিয়ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, নলতা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পাড়, মৌতলা ইউনিয়ন সভাপতি ওয়াসিউদ্দীন বাবু, তারালী ইউনিয়ন সভাপতি শ্যামপদ দাস, কৃষ্ণনগর ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version