Site icon suprovatsatkhira.com

কবিতা: শূন্যতার স্বাচ্ছন্দ্যে বসবাস

বুকের ভিতর জমানো কষ্টের বরফ,
গলে যায় ভালবাসার চিহ্ন
নীরব প্রত্যাশিত হই, সাথে চলার স্বপ্নিল আশায়।
একদিন তোমাকে পাওয়ার আশায়,
বেঁধে ছিলাম উদাসী মনটাকে
তোমারই হৃদয়ের আঙ্গিনায়,
লালিত সুখ আর ভালবাসায়।
পল্লবিত কামনাকে প্রসারিত করে,
তোমারই একান্ত অনুসঙ্গে।
স্বপ্নাতীত কল্পনার কল্পলোকে,
হয়েছিলাম তোমার সহগামী।
বুঝেনি তো বকুল মালা একদিন শুকাবে,
ভালবাসা ভেসে যাবে অন্ধকার ময় আবর্জনায়।
স্থবির মনে নেই কোন সাত্ত্বনা,
নিয়ত সেখানে ঝড়ের আনাগোনা।
জ্বলে ওঠে দুঃখের শলাকা,
চলে গেছ দূরে,
পড়ে আছি একা
মায়া ঘেরা সে বাসায়,
শূন্যতার স্বাচ্ছন্দ্যে বসবাস,
কষ্ট পাওনা তুমি,
ডুবে আছি হতশায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version