ডাক্তার তোমায় ঈশ্বর জ্ঞানে
পূজা করে সবাই
সেই তুমি আজ সেবার নামে
মানুষ করছো জবাই।
অর্থ মোহে ভুলে গেছো
নিজের কা-জ্ঞান
নির্বিচারে নিচ্ছো কেড়ে
অসহায়দের প্রাণ।
তোমার কাছে নেই তো কারোর
চোখের জলের মূল্য
বিবেকহীন তাই আজকে তুমি
হিংস্র পশুর তুল্য।
লালসাতে ভরে গেছে—–
তোমার সারা বুক
জীর্ণ দেহে তাই তো খুঁজো
ঐশ্বর্য আর সুখ।
ভুলে গেছো তুমিও যে—–
বিধাতারই দান
সবার মত তোমারো যে
দেহে আছে প্রাণ।
সেই দেহতে যে দিন তোমার
ব্যাধি করবে বাস
স্মরণ রেখ সে দিন তোমার
হবে সর্বনাশ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/