Site icon suprovatsatkhira.com

কবিতা: এসো সমর্পিত হই

কিসের জন্য বাঁচে, এ মন খুঁজে ফেরে তাই
নিঃশেষ হব জেনেও করি, অস্তিত্বের লড়াই।
ধন-সম্পদ, জমি-জমা সবই পড়ে রবে
নিস্প্রাণ দেহ খানি, মাটি কুঁরে খাবে,
সন্তানাদি স্বজন-ভ্রাতা, সবাই ভুলে যাবে,
কঙ্কাল ও হাড়গুলি কোথায়, ভূলিবে সবাই
নিঃশেষ হব জেনেও করি, অস্তিত্বের লড়াই।
জড় দেহ জড় হবে, আত্মার নাহি ক্ষয়
কায়া ছেড়ে মায়াকে তার, মালিক ডেকে নেয়,
জোড়া ভ্রু, কাজঁল নয়ন, তোমার রবের দান
মোহের বশে কেনরে মন, গড়তে চাও শান,
ষাট বছর, অযুত দিন, ঘণ্টা যে লাখ
তিন সেকেন্ডের স্বপ্ন-সম, জানিয়া রাখ,
অনন্তকাল রবে যেথায়, আসল ঠিকানা
খাদ্য, পানি, ভালবাসা, গোছাও বিছানা,
সেইখানেতে মালিক করবে, স্বপ্ন গবেষণা
আসামিদের জন্য আছে, নির্মম কয়েদখানা,
জার্রা জার্রা বিচার হবে, মহা বিচারালয়ে
এ কথা বিধি মোদের কিতাবেতে কয়,
সময় থাকতে এসো সবাই, সমর্পিত হই
সরল পথে চলব এবার, কবি আওছাফুর কয়
নিঃশেষ হব জেনেও করি, অস্তিত্বের লড়াই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version