সমীর রায়, আশাশুনি: ওয়ার্ল্ড ভিশন আশাশুনি এপির নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বঞ্চিতরা। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় বুধহাটা কাঁচা বাজারের সামনের আশাশুনি-সাতক্ষীরা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিয়োগ বঞ্চিত পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, গত অক্টোরব মাসে ওয়ার্ল্ড ভিশন কমিউনিটি ফ্যাসিলিটেটর, কমিউনিটি প্রমোটরসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ৪ নভেম্বর আশাশুনি আলিয়া মাদ্রাসা কক্ষে এসব পদে লিখিত ও নির্ধারিত সময়ের পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তাদের অভিযোগ, পরীক্ষাগুলো হয়েছে লোক দেখানো। এতে স্বজন প্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পরীক্ষার্থী জ্বলেমিন হোসেন, আহসান হাবীব, ফয়জুল্লাহ সুমন, সাবরিনা খাতুন, দিপংকর, রিপন, মিলন হোসেন, মিনারুল ইসলাম ও স্থানীয় হাবিবুর রহমান, হাতেম আলি, এজদান আলি, তোফায়েল আহমেদ, শহিদুল ইসলাম, রমজান আলি, সাগর মাহমুদ প্রমুখ।