সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসআই হাসানুজ্জামান জানান, সোমবার (৩ ডিসেম্বর) সকালে গোয়ালডাঙ্গা গ্রামের রশিদ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীকে তার নিজ বাড়ি থেকে ১’শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এর আগের রাতে রবিবার রাতে শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ গ্রামের গফফার গাজীর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল্যাহকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বাড়ি তল্লাশী করে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এছাড়া রবিবার রাতে কুড়িকাহনিয়া গ্রামের মাওলা বক্স গাজীর ছেলে জিআর ১৯২/১২ নং মামলার আসামি আবু সাইদ, উত্তর একসরা গ্রামের নৈমুদ্দীন মালীর ছেলে সিআর ৪৭/১৬ নং মামলার আসামি আবুল মালী, নসিমাবাদ গ্রামের আইয়ুব আলীর ছেলে জিআর ৭১৭/১৮ নং মামলার আসামি রেসাত আলী ও কাপসন্ডা গ্রামের হোসেন গাজীর ছেলে সিআর ২৬/১৭ নং মামলার আসামি দেলবার গাজীকে আটক করা হয়েছে। সোমবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
8,855,831 total views, 3,103 views today