সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের শিখণ বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাস এর আয়োজনে স্ট্রোমি ফাউন্ডেশনের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম মোনায়েম হোসেন, আব্দুল আলিম, প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবর রহমান। বক্তব্য রাখেন শিক্ষক আনোয়ারুল ইসলাম, ব্রীজ স্কুল শিক্ষক তাছলিমা খাতুন, কিশোরী নেটওয়ার্ক ফোরামের সভাপতি তনুশ্রী মন্ডল, জন সংগঠক শারমীন চৌধুরী, সিএসপি আলেয়া সুলতানা প্রমুখ।
8,412,708 total views, 861 views today