Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় মানববন্ধন, আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা, স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদানের চেক ও ঋণের চেক বিতরণ করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা ছাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা আনছারুল আজাদ, সহকারি মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য নারী নেত্রী কল্যানী সরকার প্রমুখ।
সভায় পাঁচটি বিভাগে উপজেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
এবছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীর পুরস্কার অর্জন করেছেন শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামের ষষ্ঠী রানী মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আশাশুনি সদরের কামরুন্নাহার, সফল জননী সদর ইউনিয়নের শবদলপুর গ্রামের কবিতা সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী একই ইউনিয়নের ধান্যহাটি গ্রামের মিনতী রানী সরকার ও সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় জয়িতা পুরস্কার অর্জন করেছেন হাড়িভাঙ্গা গ্রামের নাছরিন সুলতানা।
এছাড়া উপজেলার ১৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মধ্যে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা, ৭৬ জন প্রশিক্ষিত নারীর মাঝে দশ হাজার থেকে পনের হাজার টাকা হারে মোট দশ লক্ষ বিশ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
এর আগে উপজেলা পরিষদের ভেতরে রাস্তায় ব্রাক’র সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আয়োজনে মানববন্ধনে বক্তারা নারীমুক্তির অগ্রদূত বেগম রোকেয়ার জীবনাদর্শন তুলে ধরেন এবং প্রত্যেক নারী-শিশুকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে রূপান্তরিত করতে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। পরিশেষে বক্তারা সকল বাঁধা বিপত্তি কাটিয়ে উঠে নারীদের সামনে এগিয়ে চলার আহ্বান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version