আশাশুনি প্রতিনিধি: ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানে আশাশুনিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
রবিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, জিএম মুজিবর রহমান, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রভাষক মাসুদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, পেভ’র এ্যাম্বাসেডর গোলাম মোস্তফা প্রমুখ।
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/