ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকালে আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মহিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় অতিথি হিসেবে মতবিনিময়ে অংশ নেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎনা আরা, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহারুল ইসলাম, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আনোয়ার ঢালী, মাস্টার কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালেক গাজী, মিজানুর রহমান, জিয়া উদ্দিন জিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে তেমনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে নৌকার বিজয় হবে। সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে জয়লাভ করিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র জনগণের মাঝে তুলে ধরতে পারলে নৌকার বিজয় নিশ্চিত।
এ সময় বিজয়ের মাসে নৌকার বিজয় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সভার আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন, ইউপি সদস্য আব্দুল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ।
আলিপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তারা: নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/