Site icon suprovatsatkhira.com

আমরা বন্ধু’র উদ্যোগে বকচরা স্কুলে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ প্রদর্শন

নুরুল হুদা: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার প্রত্যয়ে সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’ এই চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে।
এ সময় ড. জাফর ইকবালের লেখা গল্প অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম, প্রধান শিক্ষক শিরিন সুলতানা, সহকারি শিক্ষক ফিরোজা পারভিন, ফতেমা খাতুন, জুবায়েদা গুলশান আরা, লৎফুন্নেচ্ছা, শিল্পী রানি সরকার, মনিরা সুলতানা, আফসানা জামান, ‘আমরা বন্ধু’র সদস্য শামসুন্নাহার মুন্নি, আব্দুল কাদের, আরিফুল ইসলাম রোহিত, শাহিন বিল্লাহ, আবু রাইয়ান সাকিল, সাকিব হাসান, মেহেদি হাসান, এসএম নাহিদ হাসান, মুশফিকুর রহমান প্রমুখ।
পরে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তাসফিয়া সুলতানা অনুভূতি ব্যক্ত করে বলে, আজ প্রথম সবাই মিলে মুক্তিযুদ্ধের সিনেমা আমার বন্ধু রাশেদ দেখলাম। আমার খুব ভাল লেগেছে। মুক্তিযুদ্ধের সময়কার অনেক ঘটনা জানতে পেরেছি। চতুর্থ শ্রেণির ছোট বন্ধু আরাফাত হোসেন বলে, এ সিনেমায় দেখেছি আমাদের মত বয়েসিরাও মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে।
এর আগে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিততে সাত ডিসেম্বর সাতক্ষীরা শত্রুমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version