ফাহাদ হোসেন: সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শেখ আজহার হোসেনের ১০ ভরি স্বর্ণসহ এক কোটি ২৩ লাখ ৫১ হাজার ৩৫৯ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া তার নামে আইএফআইসি ব্যাংক সাতক্ষীরা শাখায় ৭০ লক্ষ টাকা ঋণ নেওয়া রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, এইচএসসি পাশ ব্যবসায়ী শেখ আজহার হোসেনের বাৎসরিক আয় ৪৯ লাখ ৪২ হাজার ৩২৭ টাকা।
তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ এক কোটি ২ লাখ ২৫ হাজার টাকা, ব্যাংকে জমা ২০ লক্ষ ৫৬ হাজার ৩৫৯ টাকা, ৪৫ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল, ২৫ হাজার টাকার আসবাবপত্র ও বৈবাহিক সূত্রে প্রাপ্ত ১০ ভরি স্বর্ণ রয়েছে।
হলফনামায় বলা হয়েছে, শেখ আজহার হোসেনের নামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ বিঘা কৃষি জমি, ১০ শতক অকৃষি জমি, ২৫ লক্ষ টাকার তিনতলা বাড়ি ও ৩ লাখ টাকা মূল্যের ১৫ বিঘা কৃষি জমি রয়েছে।