জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কামালকাটির জর্দা গ্রামের প্রশান্ত কুমার তার সাইকেলটি বাজারের ওয়াপদার পাশে রেখে বাজার করতে যায়। বাজার করে ফিরে এসে সাইকেলটি আর পাননি তিনি।
স্থানীয়রা জানান, ব্যাংদহা বাজার থেকে প্রতিনিয়ত সাইকেল চুরি হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।