পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় আনন্দঘন পরিবেশে হিন্দুধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্যামা কালী পূজা উদযাপিত হয়েছে।
পাটকেলঘাটার নগরঘাটা, খলিষখালী, দলুয়া, সরুলিয়া, কুমিরাসহ থানার বিভিন্ন স্থানে মন্দিরে মন্দিরে এ উপলক্ষ্যে আলোক সজ্জা করা হয়। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে, দোকানপাটে, বাসা-বাড়িতে সন্ধ্যার পরপরই দীপাবলি মঙ্গল শিখার জন্য মোমবাতি প্রজ্জলন করা হয়। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে গান, ভক্তিগান, নৃত্যসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দশনার্থীরা দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাতে ও মিষ্টি মুখ করতে ছুটে যাচ্ছে এক মন্দির থেকে অন্য মন্দিরে।