কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর নামে একটি চক্র ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন সজল মুখার্জী।
সাধারণ ডায়েরি ও স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা সজল মুখার্জীর নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন প্রকার আপত্তিকর ছবি পোস্ট করে সমাজে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
সজল মুখার্জী এ প্রতিবেদককে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাকে বিতর্কিত করার জন্য একটি গ্রুপ এসব পন্থা অবলম্বন করছে। আমি এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছি।