ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা আহলে হাদীছ যুব সংঘের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ নভেম্বর) বাদ আছর এলাকার দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এ সমাবেশ হয়। হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবসংঘের সভাপতি মাওলানা মুজাহিদুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, উপজেলা যুবসংঘের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম। অনুষ্ঠান শেষে বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ ঝাউডাঙ্গা এলাকা পুনঃগঠন করা হয়। কমিটিখুক্তরা হলেন সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি ছদরুল আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক খালিদ বিন ইমাদুল, অর্থ সম্পাদক রহমাতুল্লাহ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, প্রশিক্ষণ মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মমিনুর রহমান, দফতর দম্পাদক আয়ুব আলী। প্রেস বিজ্ঞপ্তি