কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষক-কর্মচারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে হোল্ডারসহ মানসম্মত পরিচয়পত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য অহিদুর রহমান ছোট। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহকারী অধ্যাপক যথাক্রমে ইন্দ্রজিত কুমার মন্ডল, বিএম আবেনুর রহমান, তারক চন্দ্র সরকার, মিজানুর রহমান, তৌহিদুর রহমান, নাজিমুদ্দীন আহমেদ, সুকুমার ঘোষ, জাহাঙ্গীর আলম, শ্রীবাস রায়, ডিএম নাসির উদ্দীন, বিকাশ মিস্ত্রী, দেবব্রত মিস্ত্রী, হাফিজুর রহমান, প্রবীর দেবনাথ, বিলকিস আক্তার প্রমুখ।
8,877,950 total views, 5,898 views today