নভেম্বর ১৫, ২০১৮
ইনজুরি কাটিয়ে দলে ফিরতে মরিয়া দোলন
আবু রাইয়ান: মো: জুলকারনাঈন দোলন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই খেলাধূলার প্রতি আগ্রহ তার। সুযোগ পেলেই ব্যাট হাতে মাঠে নেমে পড়তো সে। দ্বিতীয় শ্রেণিতে পড়া অবস্থায় জেলা কোচ মুফাসিনুল ইসলাম তপুর কাছে ক্রিকেটে হাতেখড়ি তার। ক্রিকেটের পাশাপাশি পড়াশুনায়ও বেশ ভাল দোলন। জে.এস.সি পরীক্ষায় জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল সে। 8,815,794 total views, 140 views today |
|
|
|