Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে আয়কর মেলা উদ্বোধন

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: একজন মানুষের দেহের প্রতিটি কোষে রক্ত চলাচল যেমন জরুরী, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কাঠানো সচল রাখার জন্য দেশের নাগরিকদেরকে আয়কর দেওয়া দায়িত্ব। রাষ্ট্রীয় অর্থনীতি সচল রাখতে আয়করের বিকল্প নেই। পূর্বে আমাদেরকে আয়কর দিতে হলে জেলা শহরে যেতে এবং বিভিন্ন ঝামেলা পোহাতে হত। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে আয়কর দিতে ঝামেলা পোয়াতে হয় না। আয়কর অফিসের কর্মকর্তারা বন্ধুর মত আমাদেরকে সেবা দিতে আমাদের দোরগোড়ায় এসে আয়কর মেলার আয়োজন করেন।
‘নির্বিঘ্নে ও নিশ্চিন্তে, আয়কর রিটার্ন দিন করমেলাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে রোববার (১৮ নভেম্বর) কর অঞ্চল-খুলনা, সার্কেল-১৬ এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দু’দিন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এসব কথা বলেন।
কালিগঞ্জ সার্কেল-১৬ এর সহকারী কর কমিশনার উজ্জ্বল কুমার সরদারের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাতক্ষীরা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল প্রমুখ।
ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক শরীফ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর পরিদর্শক সার্কেল ১৩ এর আবু সাঈদ।
উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিত সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version