বিক্রয়ের ধুম পড়েছে। প্রায় প্রতিটি কসমেটিকের দোকানে বিভিন্ন প্রকার আতশবাজীর পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। আর দেদারছে চলছে এসব বিক্রয়।
এদিকে, একশ্রেণির লোকজন বিষয়টিকে আনন্দ উৎসবের একটি অভিন্ন আমেজ হিসেবে দেখলেও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটি দিয়ে ভিন্ন কারুকার্যের মাধ্যমে নাশকতার পরিবেশ সৃষ্টির অজানা আশংকা জেগে বসেছে এলাকাবাসী ও সচেতন মহলের মাঝে। বিষয়টি গুরত্বের সাথে বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, উপজেলার কপিলমুনি সদরের কসমেটিকস দোকানগুলোতে চকলেট, রকেট লাঞ্চার, ট্রেন, চরকা, কালী পটকা, ধুমসহ বিভিন্ন প্রকার আতশবাজীর পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/