Site icon suprovatsatkhira.com

হিমু পরিবহণ খুলনা’র আয়োজনে হুমায়ূন জন্মোৎসব পালিত

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ভক্তদের সংগঠন হিমু পরিবহন খুলনা শাখার আয়োজনে ডাঃ গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অন্যদিকে অন্ধ হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ, কেক কাটা ও ৭০টি মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে হুমায়ূন জন্মোৎসব পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন জায়গায় ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। হিমু পরিবহন খুলনার সমন্বয়ক এসআই গগণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সায়েদা লুতফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন হিমু পরিবহন খুলনার আশরাফুল ইসলাম। অতিথি হিসেবে আলোচনা সভায় ক্যানসার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন ইয়ুথ ফর চেঞ্জ (বাংলাদেশ টিম) ডিরেক্টর আয়েশা আক্তার কেয়া।
আলোচনা সভায় বক্তরা বলেন, গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ। তার অসাধারণ লেখনী ক্ষমতায় আবিষ্ট করে গেছেন লাখো পাঠককে। তারই অনন্য সৃষ্টি মিসির আলী, রূপা, শুভ্র, জরী অথবা হিমুর মতো কালজয়ী চরিত্ররা। এসব চরিত্রই নিজের জায়গাতে রহস্যময়, প্রিয় লেখক আমাদের মাঝে আর নেই তবুও চরিত্রগুলো যেন আমাদের উপর ভর করে আছে। হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি ‘হিমু’রা যেন আজ এক হয়েছে, পায়ে পায়ে পথ চলা হিমুদের এক করেছে হিমু পরিবহন, যাত্রী তাদের রুপারাও। যাত্রী বা পণ্যের নয়, স্বদিচ্ছা আর শুভকাজ বয়ে নিয়ে চলা বিচিত্র এই পরিবহন নিয়ে আয়োজন।
বক্তরা হুমায়ূন আহমেদের নানান কথা তুলে ধরেন এবং তার শেষ ইচ্ছা বাংলাদেশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল তৈরি করার জন্য কাজ করে যেতে চান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দিয়েছেন হিমু পরিবহণ খুলনার হনুফা আক্তার, দেলওয়ার হোসাইন, আরিফ আদনান, রাফিয়া রহমান, লিমা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version