Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় শিল্পের শহর কর্মসূচি: হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে- মোস্তফা কামাল

dav

আরিফুল ইসলাম রোহিত: জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, আগে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই আনন্দ-বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। কিন্তু যুগের পালাবদলে আজ তা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টার ঘাটতি নেই। এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘সরকারের উন্নয়ন প্রচার’ শীর্ষক শিল্পের শহর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজিত এই কর্মসূচিতে জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টনের পরিচালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনডিসি দেওয়ান আকরামুল হক, নাসরীন আক্তার লিপি প্রমুখ।
শিল্পের শহর কর্মসূচিতে তালা, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার শতাধিক শিল্পী সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে পট গান পরিবেশন করে শ্যামনগর উপজেলার যুব শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
এর আগে শেখ হাসিনার জীবনী নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version