নভেম্বর ৭, ২০১৮
সাতক্ষীরার চারটি আসন: শরীকের চাপে কোণঠাসা আ’লীগ-বিএনপি
আরিফুল ইসলাম রোহিত: জাতীয় সংসদের ১০৫, ১০৬, ১০৭ ও ১০৮ নম্বর আসন চারটি সাতক্ষীরার। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় এ জেলার চারটি আসনেই সম্ভাব্য প্রার্থীরা বেশ আগে থেকেই নিজ নিজ দলের মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ শুরু করেছেন। এরই অংশ হিসেবে জনসম্পৃক্ততা বাড়াতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের উঠান বৈঠক, সভা, সমাবেশ, মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করতে দেখা গেছে। অপরদিকে, নির্বাচনকে সামনে রেখে নড়ে চড়ে বসতে শুরু করেছে বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটের সদ্য নিবন্ধন বাতিল হওয়া শরীক জামায়াতও। তাদের সম্ভাব্য প্রার্থীরাও তলে তলে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 8,622,266 total views, 1,818 views today |
|
|
|