Site icon suprovatsatkhira.com

সখিপুরে নাক কান ও গলা বিষয়ক মেডিকেল ক্যাম্প

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সাসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সখিপুর ইউনিয়ন পরিষদে নাক, কান ও গলা রোগ বিষয়ের উপর মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। ক্যাম্পে রোগী দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল ইসলাম ও ইন্টার্নী ডা. ওুহানি বিনতে আক্তার।
উপস্থিত ছিলেন সাস সমৃদ্ধির ডা. মনোজ কুমার হালদার, শামীমা খাতুন ও ৯টি ওয়ার্ডের স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
এবিষয়ে সাসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসাইন বলেন, গ্রামের সাধারণ মানুষ চারশ/পাঁচশত টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারেন না। তাই তারা নিরুপায় হয়ে দীর্ঘদীন এই সকল রোগে ভোগে। সাস এই সকল সাধারণ রোগীর স্বাস্থ্যসেবা প্রদান করছে। তারা বিনামূল্য সেবা পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করবেন। এ পর্যন্ত ১২৫ জন রোগীর স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version