Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে জীবন জীবিকার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলাধীন আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে দুই দিনব্যাপী জীবন জীবিকার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফার্ম এর সহযোগীতায় ও সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা উপকারভোগীদের মাছ চাষ, কাঁকড়া চাষ, কুচিয়া চাষ, শাকসবজি উৎপাদন, হাঁস মুরগি, গরু, ছাগল, কবুতর, টার্কি মুরগি, পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় প্রশিক্ষণে সুশীলনের পক্ষে উপস্থিত ছিলেন সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জিএম মনিরুজ্জামান, শহীদুল ইসলাম, দিবাকর ঘোষ, মীর হাছিব উল্লাহ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version