Site icon suprovatsatkhira.com

লবি ও অ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, তালা ও সাতক্ষীরা সদর, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটি সদস্যদের অংশগ্রহণে সাতক্ষীরা চালতেতলা মিশন প্রশিক্ষণকক্ষে লবি ও অ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শারি’র সহযোগিতায় এবং স্বদেশ সাতক্ষীরা’র আয়োজনে ৪টি উপজেলার ২৫জন মানবাধিকার কর্মীর অংশগ্রহণে রোববার প্রশিক্ষণটি উদ্বোধন করেন, শারি’র প্রোগ্রাম কোর্ডিনেটর জগদীশ সানা।
প্রশিক্ষণটিতে সহায়কের ভূমিকা পালন করেন শারি’র প্রকল্প সমন্বয়কারী বিষ্ণুপদ দাস, প্রোগ্রাম কোর্ডিনেটর জগদিশ সানা এবং স্বদেশ সাতক্ষীরা’র প্রোগ্রাম অফিসার অলোক পাল।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে স্বদেশ সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version