Site icon suprovatsatkhira.com

লবণ সহনশীল ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ

রবিবার সকালে শ্যামনগরে বাংলাদেশ এনজি ফাউন্ডেশনের সহযোগিতায় ও নকশীকাঁথা’র আয়োজনে দুই দিনব্যাপী নারী কৃষকদের আমন মৌসুমে লবণ সহনশীল ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে এতে প্রশিক্ষণ দেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা নুর আলী বিশ্বাস। প্রশিক্ষণে লবণ সহনশীল ধান চাষ, ধানের বর্তমান অবস্থা, কীটনাশকের ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার, আগাছা দমন, ধান কর্তন, ধানের বীজ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে শ্যামনগর, ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ ও ভুরুলিয়া ইউনিয়নের নারী কৃষকরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকশীকাঁথার সমন্বয়কারী তপন কর্মকার, পিআইও তৈবুর রহমান মিঠু, প্রশিক্ষক হাসান রেজা, উন্নয়ন কর্মী শিপ্রা রায়, তাছলিমা খাতুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version