যশোর প্রতিনিধি: যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন প্রকৌশলী টিএস আইয়ুব। সোমবার মধ্যরাতে তিনি ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। এ আসনে বিএনপি থেকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা সভাপতি টিএস আইয়ুব মনোনয়ন পাচ্ছেন, জনগণের মাঝে এ কথা মোটামুটি নিশ্চিত ছিল। ছিল শুধু ঘোষণার অপেক্ষা।
এবারের নির্বাচনে টিএস আইয়ুবকে লড়তে হবে বর্তমান সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের বিরুদ্ধে। আওয়ামী লীগের এই প্রভাবশালী প্রার্থী ইতিমধ্যে ১৪ দলীয় জোটের নৌকা প্রতীক পেয়েছেন। এই দুই প্রার্থী ২০০৮ সালের নির্বাচনেও মুখোমুখি হয়েছিলেন। সেবার নৌকার জোয়ারের মধ্যেও অল্প ভোটে জিতেছিলেন রণজিৎ রায়।
এবারো এ আসন থেকে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ। প্রার্থী হিসেবে মাঠে আসার সম্ভাবনা রয়েছে জেনারেল এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদের। প্রার্থী হওয়ার আশায় সম্প্রতি তিনি বিকল্পধারায় যোগ দিয়েছেন।
যশোর-৪ আসনে ধানের শীষ পেলেন টিএস আইয়ুব
https://www.facebook.com/dailysuprovatsatkhira/