যশোর প্রতিনিধি: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী এম ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবু মোর্ত্তজা ছোট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১৭টি পদের মধ্যে সভাপতিসহ আওয়ামীপন্থীরা নয়টি ও সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদীরা আটটি পদে জয়লাভ করেছেন। সোমবার গভীররাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে মহাজোট আইনজীবী প্যানেলের প্রার্থী এম ইদ্রিস আলী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের শেখ আব্দুল মোহায়মেন পান ১৫৬ ভোট। আর গণতান্ত্রিক আইনজীবী পরিষদের কাজী আব্দুস শহীদ লাল পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের আবু মোর্ত্তজা ছোট ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক ও মহাজোট আইনজীবী প্যানেলের শাহানুর আলম শাহীন পেয়েছেন ২০৯ ভোট ।
এর আগে সোমবার সকাল দশটায় সমিতির ১ নম্বর ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। মোট ৪৪২ জন ভোটারের মধ্যে ৪৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনকে ঘিরে যশোর শহরের সিভিল কোর্ট মোড় এলাকায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীদের জন্য রাস্তায় দাঁড়িয়ে ভোট প্রার্থনা করতে থাকেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী এটিএম এনামুল হক।
নির্বাচনে বাকি পদগুলোর মধ্যে সহ সভাপতি দুটি পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের সৈয়দ রুহুল কুদ্দুস কচি ১৮৮ ও মহাজোট আইনজীবী প্যানেলের মাহবুবুর রহমান মাহবুব ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মহাজোট প্যানেলের একিউএম ফিরোজ আক্তার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদকের দুটি পদে মহাজোট প্যানেলের মিতা রহমান ২১৮ ভোট ও জাতীয়তাবাদী প্যানেলের আশেক মাসুক আকুঞ্জী সুমন ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মহাজোট প্যানেলের এসএম নাসির আলম ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্যের নয়টি পদে নির্বাচিত হয়েছেন মহাজোট প্যানেলের তারিক এনাম ২৫১ ভোট, আবু খালেক আল আসাদ লিটন ১৮৯ ভোট, নাসিমা আক্তার রুবী ২১৮ ভোট, শহিদুল ইসলাম ১৮৪ ভোট এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আব্দুল করিম মন্ডল ২০৮ ভোট, রেহেনা পারভীন ১৯৪ ভোট, মাহমুদা খানম ১৯১ ভোট, কাজী কামরুল ইসলাম ১৯০ ভোট ও শাহিনা খানম মিলি ১৮৭ ভোট।
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ-বিএনপির ভাগাভাগি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/