Site icon suprovatsatkhira.com

মুন্সিগঞ্জে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরের মুন্সিগঞ্জে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকাল ৪টায় চুনকুঁড়ি উত্তরপাড়া একতা যুব সংঘের আয়োজনে ৮২নং চুনকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চুনকুঁড়ি উত্তর পাড়া ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমি। এর আগে নির্ধারিত সময়ে উভয়পক্ষ গোল করতে ব্যর্থ হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার পান বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির সালাউদাদীন আল সাকিব।
পরে প্রধান অতিথি উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার মন্ডল, ১০নং আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা স্বপন কুমার বৈদ্য, নকিপুর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশ্বনাথ নন্দী সাগর, হরিনগর পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার মন্ডল, মল্লিক মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবুত আলী গাজী, মুন্সীগঞ্জ ইউনিয়নের ৭নং ইউপি সদস্য মো. আনারুল ইসলাম, মুন্সীগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক কাজল কান্তি সরদার, শ্যামনগর থানা পুলিশের এসআই আমজাদ হোসেন, তৌফিক হোসেন, মনিরুজ্জামান, এএসআই মাজহারুল ইসলাম, জিল্লুর রহমান, বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির প্রশিক্ষক মো. মাসুম বিল্লাহ, অনিরুদ্ধ মন্ডল, মনির হোসেন দবির প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version