Site icon suprovatsatkhira.com

মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানী বন্ধের দাবি: ডুমুরিয়ায় বিধবার সংবাদ সম্মেলন

চুকনগর (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার ডুমুরিয়ায় ছুটিতে বাড়ি আসা প্রবাসী ছেলেকে জামায়াত-শিবির আখ্যা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদ ও পুলিশি হয়রানী বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা। গতকাল সকালে উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিধবা বেদরা বেগম।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা মাঝেরপাড়া এলাকার মৃত রাশেদ আলী মোল্যার ছোট ছেলে আল আমিন মোল্যা (৩০) গত ৬ বছর যাবত দুবাই ও কাতার প্রবাসী। সম্প্রতি আল আমিন ছুটিতে বাড়ি এসে কিছুদিন যেতে না যেতেই গত ৫ নভেম্বর ডুমুরিয়া থানায় নাশকতার অভিযোগে ৪২ জামায়াত-শিবির কর্মীকে আসামি করে দায়েরকৃত মামলায় তাকে ৪১ নং এজাহার নামীয় আসামি করা হয়েছে।
বেদরা বেগম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, তার নির্দলীয় ও খেটে খাওয়া ছেলেকে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে মামলায় জড়ানো হয়েছে। যেন সে আর বিদেশ যেতে না পারে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এর আগে আল আমিনের বিরুদ্ধে থানায় একটি জিডিও নেই এবং কোন রাজনৈতিক দলের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। তাকে মিথ্যা মামলা থেকে মুক্তি না দিলে পথে বসবে হতদরিদ্র পরিবারটি। আশু মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানী বন্ধে আকুতি জানিয়ে যথার্থ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন বিধবা ও তার পরিবার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version