Site icon suprovatsatkhira.com

মনোনয়ন সংগ্রহ করলেন রবি, শহিদুল আলম, তারিকুল হাসানসহ আরও ৯জন

ফাহাদ হোসেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও নয়জন। এ নিয়ে সাতক্ষীরার চারটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা দাড়ালো ৪০ এ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার (২৬ নভেম্বর) সাতক্ষীরা-১ আসন থেকে মো. হায়দার আলী (ন্যাপ), সাতক্ষীরা-২ আসন থেকে মীর মোস্তাক আহম্মেদ রবি (বাংলাদেশ আওয়ামী লীগ), মো. শহিদুল আলম (বিএনপি), শেখ তারিকুল হাসান (বিএনপি), আলী নূর খান বাবলু (গণফোরাম), এম আব্দুস সবুর (স্বতন্ত্র), মো. আফসার আলী (জাতীয় সমাজতান্ত্রিক দল) ও সৈয়দ ইফতেখার আলি (স্বতন্ত্র) ও সাতক্ষীরা-৩ আসন থেকে আব্দুস সাত্তার গাজী (স্বতন্ত্র) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেন আরও ৩১জন। প্রসঙ্গত, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর পর্যন্ত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version